মাছ চাষের শীতকালীন যত্ন নেয়ার কিছু উপায় উল্লেখ করা হলো:
১. শীতের শুরুতে পুকুরের পাড়ের আগাছা ও গাছের ডালপালা পরিস্কার করতে হবে।
২. প্রতিমাসে চুন ২৫০ - ৩০০ গ্রাম/শতাংশ হারে প্রয়োগ করতে হবে। অথবা জিওলাইট ২০০ গ্রাম/শতাংশ হারে প্রয়োগ করতে হবে।
৩. পুকুরে ৫-৬ ঘন্টা রোদের ব্যবস্থা করতে হবে। বড় গাছের ডাল কেটে দিতে হবে।
৪. শীতের শুরুতে বড় মাছ ধরে ফেলা। কারণ পুকুরে পূর্নমজুদ ব্যবস্থা করতে হবে।
৫. প্রতিমাসে সম্ভব হলে পানি ও মাটি পরিক্ষা করা। আপনার নিকটস্থ মৎস্য অফিসে ৩০০ এমএল পানি এবং পুকুরের মাটি ৩০০ গ্রাম নিয়ে যোগাযোগ করুন(যদি পানি ও মাটিতে কোন সমস্যা সৃষ্টি তাহলে দ্র্রুত অফিসে যোগাযোগ করুন)।
৬. শীতের সময় ভাসমান খাদ্য প্রয়োগ করা। খাদ্য অতিরিক্ত ভেসে থাকলে খাদ্য কমিয়ে দিন।
৭. খাদ্যের সাথে ভিটামিন সি ও মাল্টিভিটামিন প্রতি কেজি খাদ্যে ৪ গ্রাম হারে প্রয়োগ করুন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস