জাটকা নিধন প্রতিরোধে হাটবাজার তদারকি ও অবৈধ জালের বিরুদ্ধে অভিযান চলমান আছে।
অতি সম্প্রতি অবৈধ জাল উচ্ছেদে সম্মিলিত বিশেষ অভিযান , ২০২২ (৩০ ডিসেম্বর ২০২১ -২০ ফেব্রুয়ারি, ২০২২) বাস্তবায়ন করা হয়েছে।
উপজেলা পর্যায়ে সেরা মাছচাষী, পোনা চাষী, রেণু চাষী যাচাই বাছাই করতঃ জাতীয় মৎস্য পুরস্কার ২০২২ এর জন্য উপজেলা হতে প্রাথমিকভাবে মনোনয়ন প্রদানের কাজ সম্পন্ন হয়েছে।
মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান (07-28 অক্টোবর, ২০২2) বাস্তবায়ন করা হয়েছে।
অফিসে আগত চাষিদের পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান অব্যহত আছে।